সুদানের দারফুর অঞ্চলের নায়ালা বিমানবন্দরে বুধবার (৬ আগস্ট) রাতে সংঘটিত একটি বিমান হামলায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি বিমান ধ্বংস হয়ে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। ওই বিমানে ছিলেন কলম্বিয়ান ভাড়াটে সৈন্য। সুদানের বিমান বাহিনী এই হামলার দায় স্বীকার করেছে বলে স্থানীয় সেনাবাহিনী এবং রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনগুলো থেকে জানা গেছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, এই বিমানটি যখন দারফুরের আরএসএফ (র্যাপিড সাপোর্ট ফোর্সেস) নিয়ন্ত্রিত নায়ালা বিমানবন্দরে অবতরণ করছিল, তখন সেটি লক্ষ্যবস্তু হয়।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সরকারপন্থী সেনাবাহিনী ও আধাসামরিক আরএসএফের মধ্যে দারফুরের এই বিমানবন্দরে কয়েকবার হামলার ঘটনা ঘটেছে।
এক সামরিক সূত্র এএফপিকে জানিয়েছেন, বিমানে বিস্ফোরণ ঘটিয়ে সেটি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। আরএসএফ পক্ষ থেকে এখনো হামলার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ওই হামলায় নিহতের সংখ্যা ও বিমান ধ্বংসের তথ্য স্থানীয় এবং আন্তর্জাতিক সূত্রে নিশ্চিত হওয়ায়, এটি দারফুরে চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, তার সরকার আক্রমণে কতজন কলম্বিয়ান নিহত হয়েছে, তা জানার চেষ্টা করছে। এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে ফেরত আনার চেষ্টা করবে।
সুদান দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিতিশীলতা ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতের বৃত্তে বেঁধে আছে। বিশেষ করে দারফুরে ২০০৩ সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধ বহু বছর ধরে চলমান। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সরকারপন্থী বাহিনী ও আরএসএফের মধ্যে উত্তেজনা নতুন পর্যায়ে পৌঁছেছে এবং এ ধরণের বিমান হামলা নতুন করে যুদ্ধের তীব্রতা প্রমাণ করছে।
সূত্র : আল জাজিরা
Leave a comment