সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভিতরগুল গ্রামে তিন দিনের ব্যবধানে একই পরিবারের চার সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারজুড়ে চলছে শোক ও আর্তনাদ।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান কলেজছাত্র রিফাত আহমদ কিবরিয়া (১৯) ও তাঁর চাচাত ভাই আবু সুফিয়ান (১৯)। এর আগে সোমবার রাতে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান রিফাতের চাচাত ভাইয়ের স্ত্রী রেফা বেগম (৩৫)। পরদিন মঙ্গলবার রেফা বেগমের শাশুড়ি সহিজুন বেগম (৭৫) হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে রিফাত ও সুফিয়ান পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে গোয়াইনঘাটের লেঙ্গুরা সতী গ্রামে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা সড়কে ছিটকে পড়লে অটোরিকশাটি তাদের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই রিফাত মারা যান এবং সুফিয়ানকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।
এর আগে সোমবার রাতে সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু হয় রেফা বেগমের। পরদিন মঙ্গলবার দুপুরে তাঁর জানাজা শেষে রাতে মারা যান তাঁর শাশুড়ি সহিজুন বেগম।
কলেজছাত্র রিফাত আহমদ মঙ্গলবার রাতে তাঁর ফেসবুকে শোকবার্তা দিয়ে লেখেন, ‘ও আল্লাহ গো, এক দিনে দুজনকে হারালাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, আমার ফ্যামিলিকে ধৈর্য ধরার তৌফিক দিন।’ কিন্তু পরদিন নিজের জীবনও শেষ হয় দুর্ঘটনায়।
স্থানীয় বাসিন্দা আবদুল আজিজ বলেন, “তিন দিনের ব্যবধানে একই পরিবারের চারজন মারা যাওয়ায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। পরিবারটি একের পর এক মৃত্যুর খবরে ভেঙে পড়েছে।”
পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনার পর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং তদন্ত চলছে। স্থানীয়রা সড়কে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।
Leave a comment