সিলেটে ক্ষমতার পালাবদলের সাথে সাথে একজন ব্যক্তির নাম বারবার আলোচনায় আসে—জাহাঙ্গীর আলম। রাজনীতির রঙ বদল হলেও তার অপরাধ সাম্রাজ্য অটুট থাকে। কখনো তাকে বলা হয় ‘ম্যাজিক ম্যান’, কখনো ‘ম্যানেজ ম্যান’। বহুবার গ্রেপ্তার, মামলা, জেল খাটা সত্ত্বেও অজানা এক কৌশলে তিনি আবারও ক্ষমতার কেন্দ্রে ফিরে আসেন।
সিলেটের শেখঘাট-কাজিরবাজার এলাকায় জাহাঙ্গীর আলমের অপরাধ নেটওয়ার্ক বহু পুরনো। জুয়া, ক্যাসিনো, চাঁদাবাজি থেকে শুরু করে ভূমি দখল—বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে থাকলেও রাজনৈতিক আশ্রয়ে সব কিছু নিয়ন্ত্রণে রাখেন তিনি। একসময় বিএনপির রাজনীতিতে যুক্ত থাকা জাহাঙ্গীর, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নিজের অবস্থান পুনর্বিন্যাস করেন। তিনি কমিউনিটি পুলিশের সভাপতির দায়িত্বে ছিলেন, যা তার অপরাধ আড়াল করতে ঢাল হিসেবে কাজ করেছে।
সাম্প্রতিক সময়ে আবারও বিএনপির রাজনীতিতে ফিরেছেন জাহাঙ্গীর। ২০ বছর আগে ওয়ার্ড বিএনপির সেক্রেটারি থেকে এবার তিনি মহানগর বিএনপির সহ-সভাপতির পদ বাগিয়ে নিয়েছেন। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হলেও তিনি দ্রুতই মুক্ত হয়ে নিজের প্রভাব ধরে রাখেন।
২০১৫ সাল থেকে সিলেটে ক্যাসিনো ব্যবসা পরিচালনা করতেন জাহাঙ্গীর। ২০১৯ সালে ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে তিনি এটি বন্ধ করে দেন। তবে বিভিন্ন এলাকায় তার জুয়ার আসর, বিশেষ করে ‘ওয়ানটেন’ নামে জুয়ার ব্যবসা এখনো চলছে বলে অভিযোগ রয়েছে। তার পরিবারের অন্যান্য সদস্যরাও এসব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে জানা যায়।
জাহাঙ্গীর আলমের নামে সিলেটে একাধিক বাড়ি, বিলাসবহুল গাড়ি ও বিপুল সম্পদের হিসাব পাওয়া যায়। শেখঘাটে ৪ তলা বাড়ি ছাড়াও নগরীতে আরও অন্তত ৮টি বাড়ি রয়েছে তার। ক্যাসিনো ও চাঁদাবাজির অর্থেই তিনি এই সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গীর আলম। তিনি দাবি করেন, বিএনপির রাজনীতির জন্য বারবার তাকে হয়রানির শিকার হতে হয়েছে। তার বিরুদ্ধে জমি দখল, জুয়া বা ক্যাসিনো ব্যবসার কোনো প্রমাণ থাকলে তিনি এক কোটি টাকা পুরস্কার দেবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
নানা সরকারের আমলে বারবার আলোচনায় আসা জাহাঙ্গীর আলম সিলেটে অপরাধ জগতের এক প্রভাবশালী নাম। রাজনীতির মোড় পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার অবস্থানও বদলায়, কিন্তু ক্ষমতার দৌড়ে তিনি কখনো পিছিয়ে পড়েন না। পুলিশ, রাজনীতি ও অপরাধের জটিল সমীকরণে ‘ম্যাজিক ম্যান’ জাহাঙ্গীর আলমের গল্প যেন শেষ হওয়ার নয়
Leave a comment