সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বড় পাকুরিয়া গ্রামে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে খাদিজা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রী । সোমবার (২১ জুলাই) রাত ৯টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত খাদিজা খাতুন বড় পাকুরিয়া গ্রামের কৃষক মো. খাদেম আলী মন্ডলের কন্যা ও জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় খাদিজা তার শয়নকক্ষে পড়ালেখা করছিল। সে সময় বাবা বাড়ি ফিরে এলে নতুন জামার আবদার করে। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে তাৎক্ষণিকভাবে জামা কিনে দিতে অপারগতা জানান বাবা খাদেম আলী। পরে রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে খাবার খেতে বসলে মা সোহাগী খাতুন মেয়েকে খাওয়ার জন্য ডাকতে গিয়ে ঘরের দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে চিৎকার করলে খাদেম আলী এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে গলায় ওড়না পেঁচিয়ে বাঁশের ধরনার সঙ্গে ঝুলে আছে মেয়ে।
তৎক্ষণাৎ নিচে নামিয়ে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন খাদিজাকে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) মো. আব্দুল মান্নান বলেন, সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্সসহ পরিদর্শন করি ঘটনাস্থল এবং মৃতদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য প্রেরণ করি। এখন পর্যন্ত আত্মহত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ ।
তিনি আরো জানান, এ ঘটনায় কাউকে অভিযুক্ত করা হয়নি এবং কোনো গ্রেফতারও হয়নি। তবে আইনগত সকল প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনার পর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার ও স্থানীয়রা এ ঘটনায় গভীরভাবে মর্মাহত।
Leave a comment