Home জাতীয় অপরাধ সাভার থেকে অপহৃত দশ মাসের শিশু পনেরো ঘণ্টা পর উদ্ধার
অপরাধ

সাভার থেকে অপহৃত দশ মাসের শিশু পনেরো ঘণ্টা পর উদ্ধার

Share
Share

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া এলাকা থেকে অপহৃত ১০ মাস বয়সী শিশু ইব্রাহীমকে ১৫ ঘণ্টা পর রাজধানীর আদাবর থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বিশেষ অভিযানে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আবদুল মতিন (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শিশুর বাবা মো. রিপন পেশায় পোশাকশ্রমিক এবং মা রাহামুনা আক্তার ওরফে তিনা। তাঁরা সাভারের তেঁতুলঝোড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। রিপনের বাসার পাশেই দুই সন্তান নিয়ে থাকতেন মতিন। বৃহস্পতিবার দুপুরে মতিন ইব্রাহীমকে কোলে নেন। একপর্যায়ে নিজের বাসায় তালা মেরে সবার অগোচরে দুই সন্তানসহ ইব্রাহীমকে নিয়ে উধাও হয়ে যান। বিকেলে তিনি রিপনের কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন এবং টাকা না দিলে শিশুকে হত্যা করার হুমকি দেন।

শিশুর খোঁজ না পেয়ে বিপর্যস্ত বাবা রিপন সাভার থানায় মামলা করেন এবং র‌্যাব-৪–এর সঙ্গে যোগাযোগ করেন। র‌্যাব-৪–এর সাভার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলামের নেতৃত্বে অভিযান শুরু হয়। তদন্তে জানা যায়, অপহরণকারীর পরিবার আমিনবাজার বেগুনবাড়ি এলাকায় বসবাস করে। সেখানে মতিনের মা-বাবা ও ভাইবোনদের পাওয়া গেলেও তাঁর অবস্থান মেলে না। পরে মতিনের এক বোনকে সহযোগিতা করতে বাধ্য করে র‌্যাব।

অবশেষে শুক্রবার রাত তিনটার দিকে রাজধানীর আদাবরে মতিনের আরেক বোনের বাসায় অভিযান চালানো হয়। সেখানে মেঝেতে নিজের দুই সন্তান ও অপহৃত ইব্রাহীমকে নিয়ে ঘুমাচ্ছিলেন মতিন। র‌্যাব সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে এবং শিশুটিকে উদ্ধার করে। পরদিন সকালে শিশুটিকে মা–বাবার কোলে ফিরিয়ে দিলে তাঁরা আবেগে কেঁদে ফেলেন।

র‌্যাব জানায়, মতিন পেশাহীন, ভবঘুরে ও চরম আর্থিক সংকটে ছিলেন। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। ধারদেনা করে দিন কাটানো মতিন পরিকল্পিতভাবে শিশু ইব্রাহীমকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেন। গ্রেপ্তারের পর তাঁকে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও শিশু অপহরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এমন ঘটনা প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাইবান্ধায় প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া, আটক দুই বন্ধু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামে সৌদি প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে...

ময়মনসিংহে পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পৃথক দুটি স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর রাণীপুর ও পোড়াকান্দলিয়া...

Related Articles

শরীয়তপুরে বিএনপি নেতা হত্যা মামলার আসামির লাশ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আলমাস সরদার (৩২) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার...

সাদাপাথর লুট: ২ হাজার আসামির বিরুদ্ধে মামলা, পরিবেশ ক্ষয়ক্ষতির তদন্তে কমিটি গঠন

সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর লুটের ঘটনায় ১৫০০ থেকে ২০০০ জনের বিরুদ্ধে মামলা করার...

আবু সাঈদ হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণে বাবার আবেগঘন জবানবন্দি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ...

বরিশালে আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহি আটক

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে টিকটকার মাহিয়া মাহি ও তার এক...