টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের জামিন আবেদন নামঞ্জুর করে দিয়েছেন আদালত। ১১ ডিসেম্বর, বুধবার বিকেলে মির্জাপুর আমলী আদালতের বিচারক এ রায় দেন।
আদালত চত্বরে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে আনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শ্লোগান দিতে শুরু করে। পরে তাকে প্রিজন ভ্যানে করে আদালতের ভেতরে না নিয়ে, কারাগারে ফেরত নেয়া হলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানান।
এসময় প্রিজন ভ্যানে থাকা সাবেক মন্ত্রীকে লক্ষ্য করে শিক্ষার্থীরা ডিম ছুঁড়ে মারতে থাকে। এক পর্যায়ে তারা প্রিজন ভ্যানের গতিরোধের চেষ্টা করে। পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের সঙ্গে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, এরপর পুলিশ লাঠিচার্জ করে।
এ বিষয়ে পুলিশ প্রশাসন কোনো মন্তব্য করতে রাজি না হলেও শিক্ষার্থীরা জানিয়েছেন, যদি এক ঘণ্টার মধ্যে লাঠিচার্জ করা পুলিশ সদস্যদের বরখাস্ত না করা হয়, তবে তারা বৃহত্তর আন্দোলন শুরু করবেন।
Leave a comment