চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চনখোলা গ্রামে দুই জামায়াত কর্মীকে হত্যার ঘটনায় সাতকানিয়া জামায়াতে ইসলামী পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ করেছে। তারা দাবি করেছে যে, এ হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত এবং একে একটি নৃশংস ঘটনা হিসেবে চিহ্নিত করেছে।
বিবৃতিতে নেতারা জানান, চনখোলা গ্রাম দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য পরিচিত, এবং এ হত্যার পেছনে সন্ত্রাসী নজরুল ইসলাম (মানিক) ও তার বাহিনীর হাত রয়েছে। তারা উল্লেখ করেন, মানিক একজন সাবেক চেয়ারম্যান, যিনি বহুবার সন্ত্রাসী হামলা এবং হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। তার অত্যাচারে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে তাকে বয়কট করেছে।
গত ৫ আগস্ট ফ্যাসিবাদী হাসিনার পতনের পর মানিক আত্মগোপন করেছিলেন, কিন্তু তার বাহিনী এখনও এলাকায় সক্রিয় রয়েছে। সম্প্রতি, মানিকের ভাই হারুন ও মমতাজের নেতৃত্বে পরিকল্পিতভাবে দুই ব্যবসায়ী নেজাম উদ্দিন ও আবু ছালেককে হত্যা করা হয়।
এ হত্যাকাণ্ডের পর, সাতকানিয়া জামায়াতে ইসলামী অবিলম্বে খুনিদের গ্রেফতার এবং ঘটনাটির গডফাদারদের বিরুদ্ধে মামলা করার দাবি জানিয়েছে। তারা আশা করে, এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
Leave a comment