ব্যবহারকারীদের বিভ্রান্তি দূর করতে আবারও সব চ্যাট থিমে নীল টিক ফিরিয়ে আনছে হোয়াটসঅ্যাপ। কয়েক মাস আগে হঠাৎ করেই কিছু থিমে বার্তা পড়ার পর প্রদর্শিত নীল টিকের বদলে সাদা টিক ব্যবহার শুরু করে প্ল্যাটফর্মটি। এর ফলে অনেক ব্যবহারকারী নিশ্চিত হতে পারছিলেন না তাঁদের পাঠানো বার্তা আসলেই পড়া হয়েছে কি না।
হোয়াটসঅ্যাপের ভাষ্য অনুযায়ী, শুরুতে উদ্দেশ্য ছিল থিমের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে রিড রিসিট মানানসই করা। তবে সাদা টিক আর ধূসর টিক একনজরে আলাদা করতে না পারায় দ্রুত বার্তা আদান-প্রদানে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। ফলে সব থিমেই নীল টিক ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় হোয়াটসঅ্যাপ।
নতুন উদ্যোগ কার্যকর হলে আগের মতোই বার্তা পৌঁছালে ধূসর টিক এবং বার্তা পড়লে নীল টিক দেখা যাবে। এতে চ্যাট আরও স্পষ্ট হবে এবং ব্যবহারকারীরা সহজেই বার্তার অবস্থা বুঝতে পারবেন। অ্যান্ড্রয়েড ও আইওএসের বেটা সংস্করণে ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করা হয়েছে। শিগগিরই ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
Leave a comment