নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত জুতা কারখানার শ্রমিক সজল হত্যা মামলায় আদালত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন।
আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে এই আদেশ দেন।
আদালতে আইভীর পক্ষে জামিন চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবীরা, তবে জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আবেদনটি নামঞ্জুর করেন আদালত।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত সজল সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার একটি জুতা কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকার ডাচ-বাংলা ব্যাংকের সামনে গুলিতে তিনি মারা যান। পরে এ বছরের ১৬ মে নিহতের মা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ৬২ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও এক থেকে দেড় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘ সাবেক মেয়র আইভীর নির্দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়। এই ঘটনায় দায়ের হওয়া সজল হত্যা মামলায় তাঁর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
অন্যদিকে, আইভীর পক্ষে আইনজীবী বলেন, ‘ আদালতে জামিনের আবেদন জানিয়েছিলাম আমরা, কিন্তু বিচারক তা মঞ্জুর করেননি। নিম্ন আদালতে ন্যায়বিচার পাইনি। তাই উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
Leave a comment