সংসারের অভাব-অনটন থেকে সৃষ্ট হতাশা-বিষাদ বুকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘কেরির ট্যাবলেট’ খেয়ে আত্মহত্যা করেছে স্বামী-স্ত্রী।
নিহত আল আমিন ও জরিনা বেগম দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রোববার রাতে উপজেলার লালপুর ইউনিয়নের কুড়ের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিন (২৫) লালপুর ইউনিয়নের কুড়ের পাড় এলাকার নান্নু মিয়ার ছেলে এবং জরিনা বেগম (২০) নোয়াপাড়ার ইদ্রিস মিয়ার মেয়ে। আল আমিন পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন।
নিহত জরিনার ভাই আনোয়ার হোসেন জানান, তারা অভাব-অনটন ও সংসারের টানাপোড়েনে অশান্তিতে ভুগছিলেন। আল আমিন কিস্তিতে কেনা ইজিবাইকটি কয়েক দিন আগে বিক্রি করে দেন। এরপর দাম্পত্য কলহ শুরু হয়। এ দুঃখ, রাগ ও অপ্রাপ্তি থেকেই তারা একসঙ্গে আত্মহননের পথ বেছে নেন।
রোববার রাতে কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। রাত ১০টার দিকে উদ্ধার করে দুজনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরিনা জরুরি বিভাগেই মারা যান। রাত ১টার দিকে আল আমিনও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আশুগঞ্জ থানার ওসি মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, অভাব-অনটন ও মানসিক কষ্ট থেকেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালের মর্গে রাখা হয়েছে তাদের লাশ
Leave a comment