শ্রম ভবনের সামনে বেতন-বোনাসের দাবিতে চলমান আন্দোলনে অংশ নিতে এসে অসুস্থ হয়ে রাম প্রসাদ সিং (৪০) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি গাজীপুরের স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ান্স (বিডি) লিমিটেডের সহকারী প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
আজ রোববার বিকেলে রাজধানীর শ্রম ভবনের সামনে শ্রমিকদের অবস্থান কর্মসূচির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাম প্রসাদ। সহকর্মীরা তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। তবে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সহকর্মী মোস্তফা ভূঁইয়া জানান, গত মঙ্গলবার থেকে বকেয়া বেতন ও অন্যান্য আইনানুগ পাওনার দাবিতে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন কারখানাটির শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলন চলাকালে আজ বিকেলে রাম প্রসাদ সিং হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
নিহত রাম প্রসাদের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। তিনি পরিবারসহ গাজীপুর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহটি মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’
বকেয়া বেতন-ভাতা আদায়ে আন্দোলনরত শ্রমিকদের দাবি, তাঁরা তাঁদের প্রাপ্য পাওনা বুঝে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন। তবে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Leave a comment