Home আঞ্চলিক শেরপুরে গলায় বাদাম আটকে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

শেরপুরে গলায় বাদাম আটকে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

Share
Share

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গলায় বাদাম আটকে জাহিদ হাসান (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইগাতীর ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত জাহিদ ভারুয়া বাজার এলাকার এনায়েত উল্লাহর ছেলে এবং নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সহপাঠীরা জানান, স্কুল ছুটির সময় জাহিদ বাদাম কিনে খাচ্ছিল। একপর্যায়ে একটি বাদাম তার শ্বাসনালিতে আটকে যায়। মুহূর্তেই সে শ্বাসকষ্টে ভুগতে শুরু করে এবং মাটিতে লুটিয়ে পড়ে। এসময় সহপাঠী ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী রহিম উদ্দিন বলেন, “জাহিদের গলায় খোসাসহ বাদাম আটকে গিয়েছিল। আমরা চেষ্টা করেছিলাম বাঁচাতে, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।”

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “একজন স্কুলছাত্রের এমন মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। স্কুলে বাদাম খাওয়ার সময় অসাবধানতার কারণে বাদাম গলায় আটকে তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি।”

চিকিৎসকরা বলেছেন, অল্প বয়সী শিশু ও কিশোরদের বাদাম, আঙুর বা শক্ত খাবার খাওয়ার সময় শ্বাসনালীতে আটকে যাওয়ার ঝুঁকি বেশি থাকে। একটি ছোট্ট অসাবধানতা মুহূর্তেই কেড়ে নিল একটি প্রাণবন্ত কিশোরের জীবন। এ ঘটনা আবারও মনে করিয়ে দিল, খাবার খাওয়ার সময় সচেতনতা কতটা জরুরি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কাতারের সঙ্গে নেতানিয়াহু মিলেমিশে চলবেন : ট্রাম্প

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আর কখনও কাতারে...

দোহা সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর কঠোর অবস্থান

কাতারের রাজধানী দোহায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) উদ্যোগে অনুষ্ঠিত জরুরি শীর্ষ সম্মেলনে মুসলিম দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে । সোমবার (১৫ সেপ্টেম্বর)...

Related Articles

১০ টাকায় ইলিশ বিতরণ, ‘মাফ চেয়ে’ এলাকা ছাড়লেন ‘এমপি প্রার্থী’

ফরিদপুরের সদরপুর উপজেলায় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী পরিচয়ে ১০ টাকায় ইলিশ বিতরণের...

সাজেকে পর্যটকবাহী জীপ খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রুবিনা আফসানা রিংকি...

যশোর জেলা কারাগারে অসুস্থ হয়ে নারী কয়েদির মৃত্যু

যশোর জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন নারী কয়েদি...

হাসনাত আবদুল্লাহ ও তাসনিম জারাকে জড়িয়ে ভুয়া ভারতীয় ভিডিও প্রচার

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ফটোকার্ড ও ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি...