ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্য বাংলাদেশিদের দেশ থেকে বের করে দেওয়ার দাবি তুলেছেন শিবসেনার এমপি সঞ্জয় রাউত। তিনি এ আহ্বান জানান বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে বাংলাদেশি বলে দাবি করার প্রেক্ষাপটে। খবর হিন্দুস্তান টাইমস ও এএনআই।
গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে।
সোমবার এক বক্তব্যে সঞ্জয় রাউত বলেন, “ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত, আর তা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে। তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে, যা ভারতীয়দের জন্য আতঙ্ক সৃষ্টি করছে।”
তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগেরও দাবি জানান। সঞ্জয়ের ভাষায়, “সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় সরকার দায় এড়াতে পারে না। যদি হামলাকারী সত্যিই বাংলাদেশি হন, তাহলে এর দায় অমিত শাহের এবং তাকে পদত্যাগ করতে হবে।”
গত ১৬ জানুয়ারি মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে সাইফ আলি খান ছুরিকাঘাতে আহত হন। মুম্বাই পুলিশ এ ঘটনায় মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ নামের এক ব্যক্তিকে আটক করে। পুলিশ বলেছে, তিনি বাংলাদেশের ঝালকাঠির বাসিন্দা। তবে শেহজাদের আইনজীবীর দাবি, তিনি বাংলাদেশি নন, এবং পুলিশের এই বক্তব্য ভুল তথ্য।
সঞ্জয় রাউত আরও অভিযোগ করেন যে, মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচনকে সামনে রেখে বিজেপি বাংলাদেশি ইস্যুটি নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে চায়। তিনি বলেন, “যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশিদের নিয়ে কথা বলতে চাই, তখনই বিজেপি আন্তর্জাতিক সম্পর্কের অজুহাতে আমাদের থামিয়ে দেয়।”
সাইফ আলি খানের ওপর হামলা এবং সন্দেহভাজনকে বাংলাদেশি বলে দাবি করার প্রেক্ষাপটে শিবসেনার এই দাবির ফলে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরও চাপে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
Leave a comment