সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী: ডোনাল্ড ট্রাম্প’ শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটির মাধ্যমে দাবি করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে এ ধরনের মন্তব্য করেছেন।
ভিডিওতে ট্রাম্পের কণ্ঠে শোনা যায়-১৫ মে শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে সফরে আসছি আমি। চিন্তার কারণ নেই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরছেন।
সোমবার (১৯ মে) রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ‘শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী’ শীর্ষক কোনো মন্তব্য করেননি ডোনাল্ড ট্রাম্প। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার কণ্ঠ নকল করে তৈরি একটি ভিডিওর মাধ্যমে এই দাবিটি প্রচার করা হচ্ছে।
বিষয়টি নিয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, ট্রাম্পের ঠোঁটের নড়াচড়া ও বক্তব্যের মধ্যে অসঙ্গতি রয়েছে। ট্রাম্পের একই স্থান ও একই পোশাকে একাধিক বক্তব্যের ভিডিও (১, ২) পাওয়া
গেছে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে। এমনকি, তার এ ধরনের বক্তব্য লিখিত আকারে দেশীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমেও প্রকাশিত হয়নি।
ভিডিওতে দাবি করা হয়েছে , ১৫ মে বাংলাদেশ সফরে আসবেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশ সফর করলে, তা দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হতো। তবে এই প্রতিবেদন লেখার সময় (২০ মে) পর্যন্ত ট্রাম্পের বাংলাদেশ সফর নিয়ে কোনো নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে ভিডিওটির অডিও অংশ ডিপফেক শনাক্তকরণ টুল ‘Sensity’-এর মাধ্যমে বিশ্লেষণ করে দেখা হয় , সেখানে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পের কথিত বক্তব্যটি ভুয়া হওয়ার সম্ভাবনা ৭৪.৭ শতাংশ।
এছাড়া, ডিপফেক শনাক্তকরণ টুল ‘ডিপফেক-ও-মিটার’-এর ‘Lip-synced Deepfake Detection’ মডেল অনুসারে, ভিডিওটি ভুয়া হওয়ার সম্ভাবনা ৯৯.৪ শতাংশ।
সুতরাং এআই প্রযুক্তির সাহায্যে ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠ নকল করে তৈরি একটি ভিডিওকে, শেখ হাসিনা সম্পর্কে ট্রাম্পের মন্তব্য এই দাবিতে প্রচার করা হচ্ছে যা মিথ্যা।
                                                                        
                                                                        
                            
                            
                                
			            
			            
 
			        
 
			        
 
			        
 
			        
				            
				            
				            
Leave a comment