অন্তর্বর্তী সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে দেশের মাটিকেই প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমি স্বপ্ন দেখি এমন এক শিক্ষা ব্যবস্থার, যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ গড়তে পারে।”
বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দায়িত্ব গ্রহণের পর তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, দেশে বড় ধরনের পরিবর্তন এসেছে, যা শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
আবরার বলেন, “শিক্ষা একটি বিশাল ক্ষেত্র। আমরা সবাই জনগণের টাকায় বড় হয়েছি, তাই জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমি মনে করি, শিক্ষা হচ্ছে বৈষম্যহীন সমাজ গঠনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম।” তিনি আরও বলেন, “আমি চাই, আমাদের শিক্ষার্থীরা দেশের মধ্যেই নিজেদের ভবিষ্যৎ দেখুক এবং এখান থেকেই বিশ্বকে নেতৃত্ব দিক। যদিও এটি সময়সাপেক্ষ, কিন্তু আমরা এর ভিত্তি গড়ে তুলতে চাই।”
এদিকে দায়িত্ব হস্তান্তরের সময় সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষা ব্যবস্থার দুর্বল দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, অতীতে একাধিক শিক্ষা কমিশন গঠিত হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। নতুন কমিশনকে দীর্ঘমেয়াদি ও সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, “শিক্ষা ব্যবস্থার উন্নতি শুধু কারিকুলাম পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রশিক্ষিত শিক্ষক ছাড়া ভালো কারিকুলামও কার্যকর হবে না। আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক বিশৃঙ্খল ও অবিন্যস্ত। নতুন উপদেষ্টা এ বিষয়ে যথাযথ উদ্যোগ নেবেন বলে আশা করি।”
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আজ থেকে শিক্ষার দায়িত্ব গ্রহণ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক সি আর আবরার।
Leave a comment