সাবেক বিডিআর সদস্য এবং পিলখানা হত্যাকাণ্ডে নিহত সদস্যদের পরিবারের স্বজনরা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে তারা শাহবাগে জড়ো হন।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা অভিযোগ করেন, পিলখানা হত্যা মামলার বিচার প্রক্রিয়া প্রহসনমূলক। তারা বলেন, মামলাগুলো মিথ্যা এবং কারাবন্দী সদস্যদের মুক্তি দাবি করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, কেরানীগঞ্জে আদালত বসানোর প্রতিশ্রুতি পূরণ না হওয়া ষড়যন্ত্রের অংশ। তারা দাবি করেন, বিডিআর সদস্যরা পরিকল্পিতভাবে চক্রান্তের শিকার হয়েছেন।
বিক্ষোভকারীরা তিন দফা দাবি উত্থাপন করেছেন: পিলখানা হত্যাকাণ্ডে কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি। মিথ্যা মামলা প্রত্যাহার। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল। তারা আরও উল্লেখ করেন, বিগত সরকারের নীল নকশায় বিডিআর সদস্যদের ফাঁসানো হয়েছে। একই সঙ্গে পিলখানা হত্যা মামলার পুনঃতদন্ত এবং ক্ষতিপূরণের দাবি জানান তারা।
বিক্ষোভকারীরা ২৫ ফেব্রুয়ারিকে “সেনা হত্যা দিবস” হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন। তাদের মতে, এই দিবসটি পালনের মাধ্যমে নিহতদের প্রতি সঠিক সম্মান প্রদর্শন সম্ভব।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তাদের আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিক্ষোভকারীরা তাদের অবস্থান দৃঢ়ভাবে ধরে রেখেছেন।
এই বিক্ষোভ পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে। দাবি আদায়ের এই লড়াই কতটা ফলপ্রসূ হবে, তা সময়ই বলে দেবে।
Leave a comment