দেড় বছরের বেশি সময় পর লিবিয়ার ভয়াবহ বন্দিদশা থেকে মুক্ত হয়ে দুই বাংলাদেশি তরুণ দেশে ফিরছেন। তারা হলেন-ঝিনাইদহের মতিউর রহমান সাগর ও কুষ্টিয়ার তানজির শেখ।
বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বুধবার (৯ জুলাই) সকাল ৭টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এ তথ্য নিশ্চিত করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ।
ভুক্তভোগীদের পারিবার সূত্র জানিয়েছে , গ্রামের দালালদের প্রলোভনে ২০২৩ সালে পরিবার থেকে ৪ লাখ টাকা নিয়ে সাগর ও তানজির লিবিয়ার উদ্দেশে পাড়ি জমান। তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভালো কোম্পানিতে কাজের। কিন্তু লিবিয়ায় পৌঁছে কাজের কোনো ব্যবস্থা না পেয়ে একপর্যায়ে তাদের ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে পাচারকারীরা বিক্রি করে দেয় এক মাফিয়া চক্রের কাছে।
এরপর আরও ৮০ বাংলাদেশির সঙ্গে তাদের আটকে রাখা হয় এক অন্ধকার ঘরে। সেখানেই শুরু হয় নির্মম নির্যাতন। লোহার রড, লাঠি ও বৈদ্যুতিক শক দিয়ে দিনের পর দিন তাদের ওপর নির্যাতন চালানো হয়। মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছালে পাচারকারীরা তাদের ফেলে রেখে পালিয়ে যায়। পরে ত্রিপোলিতে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন তারা।
পরিবারের আবেদনের পর ব্র্যাকের সহায়তায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ট্রাফিকিং ইন পারসনস অফিস ও ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় উদ্যোগ নেয়। তাদের তত্ত্বাবধানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) লিবিয়ায় থাকা দুই তরুণকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যায়।
সব আইনি প্রক্রিয়া শেষে দেড় বছরের বেশি সময় পর সাগর ও তানজির দেশে ফিরছেন। তাদের ফিরে আসার খবরে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন।
Leave a comment