জয়পুরহাট শহরের একটি রেস্তোরাঁয় দুজন কর্মীর ঝগড়ার জেরে রডের আঘাতে একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল চারটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সকাল সাড়ে আটটার দিকে শহরের নতুনহাটে অবস্থিত কুসুম কিচেন নামে একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।
নিহত হোটেলশ্রমিকের নাম জাহিদ হাসান মোল্লা (৩৮) । তিনি ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর গ্রামের ইসহাক মোল্লার ছেলে। তিন বছর ধরে রেস্তোরাঁটিতে কাজ করছিলেন তিনি। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত শাহিন মিয়াকে। তাঁর বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়।
জয়পুরহাট থানা-পুলিশ ও রেস্তোরাঁ সূত্রে জানা গেছে, আজ সকালে পরোটা ভাজা নিয়ে জাহিদ হাসান ও শাহিন মিয়ার মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে শাহিন মিয়া হাতের কাছে থাকা লোহার রড দিয়ে জাহিদের মাথায় আঘাত করেন। এতে জাহিদ মাটিতে লুটিয়ে পড়েন। রেস্তোরাঁর অন্য শ্রমিকেরা এসে জাহিদকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বিকেল চারটার দিকে তিনি মারা যান।
রেস্তোরাঁটির ব্যবস্থাপক পরিচয় দেওয়া লিটন চৌধুরী নামে একজন ব্যক্তি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পরোটা ভাজা নিয়ে রেস্তোরাঁর দুই শ্রমিক জাহিদ ও শাহিন মিয়া ঝগড়া লাগে। একপর্যায়ে শাহিন লোহার রড দিয়ে জাহিদের মাথায় আঘাত করেন। এতে জাহিদ গুরুতর আহত হন। তিনি বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জাহিদ তিন বছর এই রেস্তোরাঁয় শ্রমিকের কাজ করছিলেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক প্রথম আলোকে বলেন, শ্রমিক হত্যার ঘটনায় অভিযুক্ত শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
Leave a comment