নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতা ও দাবি করা তিন লাখ টাকা না দেওয়ায় পৌর যুবদল নেতার বিরুদ্ধে শামসুদ্দোহা নামের এক বৃদ্ধকে গুলি করার অভিযোগ ওঠেছে।
উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় সোমবার (২৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসলাম তারাব পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের আমলে যুবদল নেতা শফিকুল ইসলামের ভাগ্নে সাকিবের সঙ্গে (নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলার সাংগঠনিক সম্পাদক) ঝগড়া হয় উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য রিপনের লোকজনের। তখন ভাগ্নের পক্ষে সংঘর্ষে জড়ান শফিকুল ইসলাম। এ সময় তার পা গুরুতর জখম হয় ।
গত ৫ আগস্টের পর থেকে সেই সময়ের ক্ষতিপূরণ বাবদ রিপনের পরিবারের কাছে তিন লাখ টাকা চেয়ে আসছেন শফিকুল ইসলাম ও তার ভাগ্নে। এর জেরে গত সোমবার রাতে রিপনকে না পেয়ে তার মামা শামসুদ্দোহাকে গুলি করে শফিকুল ও তার ভাগ্নে সাকিব।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শামসুদ্দোহা নামের এক বৃদ্ধ গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ফোর্স পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
Leave a comment