চার বছরের সাজা মাথায় নিয়ে পলাতক থাকার পর আবারও ইয়াবাসহ আটক হলেন রাজশাহীর চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. নাজমুল ইসলাম ওরফে বাবু (৩৫)। শনিবার (১৫ মার্চ) ভোরে রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভা বাজার থেকে র্যাব-৫ এর একটি দল তাঁকে আটক করে। এসময় তাঁর কাছ থেকে ১,০৩৫টি ইয়াবা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজমুলকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং এর আগে বিপুল পরিমাণ ইয়াবাসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নাজমুল ইসলাম ‘চারঘাটের মাদক সম্রাট’ নামে পরিচিত। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা রয়েছে এবং আদালত থেকে তাঁর বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট জারি করা হয়েছে। টেকনাফসহ বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে তিনি রাজশাহী নগরী ও আশপাশের এলাকায় বিক্রি করতেন।
আটকের পর র্যাব বাদী হয়ে কাটাখালী থানায় নাজমুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। মামলার পর তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।
Leave a comment