রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের পাশের রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাত (৭০) এক বৃদ্ধার মরদেহ।
অচেতন অবস্থায় মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো নিহতের নাম পরিচয় জানতে পারিনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
আশপাশের লোকের মুখে জানতে পারি নিহত ওই বৃদ্ধা ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে তার। মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে । খবর দিয়েছি সিআইডি ক্রাইমসিনকে। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানা যাবে।
Leave a comment