রাঙ্গামাটির কাউখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মাহিন (১৮) নামের এক তরুণের। কাউখালী উপজেলার কাশখালীতে সোমবার দুপুরে নিজ বাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার।
মৃত মাহিন জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের কাশখালী এলাকার নুরু মিয়ার ছোট ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহিন ভেজা শরীরে পানির মটরের (পাম্পের) সুইচ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন এবং বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবারের সদস্যরা সেখান থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a comment