পারিবারিক কলহের জেরে রাঙ্গামাটিতে মহমিনা ইসলাম উর্মি (২৯) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রাঙ্গামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরীর স্ত্রী ছিলেন উর্মি। মঙ্গলবার (১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় আলম ডগ লেকার্স পাবলিক কলেজ সংলগ্ন ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, ভাড়া বাসায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরী তার মা, স্ত্রী ও ২ সন্তানসহ বসবাস করতেন।
জানা গেছে , পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী রুমের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন । ঘটনার সময় রায়হান চৌধুরী অফিসে ছিলেন বলে জানা গেছে। তার মা ও সন্তান এ সময় অন্য ঘরে অবস্থান করছিলেন।
Leave a comment