রংপুরের পীরগঞ্জে অটো রিকশার চাপায় মৃত্যু হয়েছে সোহেল হাসান নামে আট বছরের এক শিশুর।
উপজেলার শানেরহাট ইউনিয়নের ঝন্টুর মোড়ে মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
হাসান শানেরহাট ইউনিয়নের পূর্ব সানেরহাট গ্রামের মনিরুজ্জামানের ছেলে এবং ওই ইউনিয়নের দারুল কুরআন নূরাণী মাদরাসার দ্বিতীয় জামাতের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, বিকেলে মাদ্রাসা থেকে বের হয়ে খেলনা কিনতে দোকানে যায় হাসান। সেখান থেকে ফেরার সময় দ্রুত গতির একটি অটো রিকশা চাপা দিলে গুরুতর আহত হয় সে। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসান নামের শিশুটিকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। তার মাথার পেছন দিকে ক্ষত চিহ্ন ছিল।
বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, পরিবারের কাছে শিশুটির লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন
Leave a comment