বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ।
শনিবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়া এবং আলোচনায় বসার জন্য আন্তরিকভাবে সাধুবাদ জানাই।’
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কার্যকর মধ্যস্থতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
প্রধান উপদেষ্টা এ-ও বলেন, ‘বাংলাদেশ দুই প্রতিবেশী দেশের মধ্যে মতপার্থক্য কূটনৈতিকভাবে সমাধানের প্রচেষ্টায় সর্বদা সমর্থন দিয়ে যাবে।
ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধবিরতির সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতার সুবাতাস বইয়ে আনতে পারে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা এ প্রক্রিয়াকে আরও দৃঢ় করতে সহায়ক হবে। । এই কূটনৈতিক অগ্রগতি সম্প্রতি উত্তপ্ত হয়ে ওঠা সীমান্তবর্তী পরিস্থিতি প্রশমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
Leave a comment