যশোর সদর উপজেলার মুরাদগড় বাজার এলাকায় বিশেষ অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৩টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে ।
শনিবার (৫ জুলাই) ভোর ৫টা ৩০ মিনিটে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর নায়েক সদানন্দের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই স্বর্ণ উদ্ধার ও আটক কার্যক্রম সম্পন্ন হয়।
আসামিরা হলেন, যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান (২৫)।
মোট ২৩টি স্বর্ণের বার (ওজন ৩ কেজি ৮৩ গ্রাম), তিনটি মোবাইল ফোন ও নগদ ৩,৫৩০ টাকা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। জানা গেছে, আটককৃত আসামি, মোবাইল ও নগদ অর্থ যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে উদ্ধারকৃত স্বর্ণের বার সমূহ।
আটককৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫৫ লাখ ৪৪ হাজার ৩৬১ টাকা বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
Leave a comment