যশোরের মনিরামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন দু’জন। আহত হয়েছেন তিনজন। পৌর শহরের মনিরামপুর সরকারি কলেজের দক্ষিণপাশে রোববার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন- মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের মৃত আবুল খায়ের দফাদারের ছেলে নাজমুল হোসেন এবং গাইবান্ধা জেলার সাঘাট উপজেলার আব্দুল্লাহপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে রতন মিয়া।
আহতদের মধ্যে সোয়াইব হোসেন ও ইব্রাহিম হোসেনকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া বাবুল আক্তার নামে একজনকে পাঠানো হয়েছে যশোর জেনারেল হাসপাতালে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মনিরামপুর পৌর শহর থেকে ভ্যানে করে কয়েকজন বাড়ির উদ্দেশে রওনা দেন। ভ্যানটি মনিরামপুর কলেজের সামনে পৌঁছলে পেছন থেকে যশোরগামী একটি বাস ধাক্কা দেয়। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান রতন। এরপর বাসটি পালিয়ে যেতে চাইলে বাধা দিতে চান পথচারী নাজমুল শেখ। তখন বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে নাজমুল মারা যান। পরে চালক আবদুল গনিসহ বাসটি আটক করে স্থানীয়রা।
নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে বলে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানিয়েছে ।
Leave a comment