Home আঞ্চলিক ম্যানহোলে পড়ে মৃত্যু- আম্মু ওঠো , আম্মু ওঠো বলে জমজ সন্তানের আহাজারি 
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ম্যানহোলে পড়ে মৃত্যু- আম্মু ওঠো , আম্মু ওঠো বলে জমজ সন্তানের আহাজারি 

Share
Share

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিহত ফারিয়া তাসনিম জ্যোতিকে মঙ্গলবার (২৯ জুলাই) রাতে চুয়াডাঙ্গায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে । দাফনের আগে তার আট বছর বয়সী জমজ সন্তানের আহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। মায়ের কফিন জড়িয়ে তারা বারবার বলছিল, ‘আম্মু ওঠো’, ‘আম্মু ওঠো’। কিন্তু কফিন থাকা মা সেই ডাকের কোনো সাড়া দেয়নি।

জানা যায়, নিহত ফারিয়া তাসনিম জ্যোতি (৩৬) ছিলেন ঢাকার একটি আন্তর্জাতিক ওষুধ কোম্পানির মার্কেটিং বিভাগের ন্যাশনাল সেলস ম্যানেজার। চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে তিনি।

গত রোববার (২৭ জুলাই) রাতে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেটের পাশে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হন জ্যোতি। ঘটনার ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৯টার দিকে টঙ্গীর শালিকচুড়া বিল থেকে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে।

এরপর মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে অ্যাম্বুলেন্সযোগে জ্যোতির নিথর দেহ যখন চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ার নিজ বাড়িতে পৌঁছায়, তখন স্বজনদের কান্নায় গোটা এলাকা ভারি হয়ে ওঠে। সেখানে কিছুক্ষণ অপেক্ষার পর পৌর এলাকার বাগানপাড়া সংলগ্ন পুরাতন জামে মসজিদে জ্যোতির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার শেষ বিদায়ে অংশ নিতে ভিড় করেন শত শত মানুষ-স্বজন, সহকর্মী ও এলাকাবাসী।

নিহতের বড় ভাই শোভন আহাম্মদ বলেন, আমার বোন ছিলেন সংগ্রামী নারী। চাকরি করে দুই সন্তানকে মানুষ করার স্বপ্ন দেখত। এখন ওরা শুধু মাকে খুঁজছে। এলাকাবাসীর দাবি, এটি নিছক কোনো দুর্ঘটনা নয়, বরং নগর ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনার ফসল। তারা বলেন, জনবহুল এলাকায় খোলা ম্যানহোল রাখা কীভাবে সম্ভব?

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাংলাদেশি শিক্ষার্থীদের আর ভর্তি করবে না লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটি

যুক্তরাজ্যের অভিবাসননীতিতে কড়াকড়ি আরোপের ফলে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো তাদের আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগ কৌশল পুনর্মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে। এর ফলে বি‌শেষ ক‌রে বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন...

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

দেশে হেপাটাইটিসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন কমছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সচেতনতা বাড়াতে পারলে আক্রান্তের সংখ্যা আরও কমে আসবে । তারা জানান, আক্রান্তদের অনেকেই...

Related Articles

মরক্কোয় সামরিক বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত...

জামালপুরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু

জামালপুরে মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন আবিদ হাসান (২৮) নামে...

কুড়িগ্রামে সাপুড়ের প্রাণ নেয়া সাপটি কাঁচা খেলেন আরেক সাপুড়ে

বিষধর সাপ ধরতে গিয়ে ছোবলে এক সাপুড়ে প্রাণ হারান । তারপর সেই...

সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা : যুক্তরাজ্য প্রবাসীসহ ৮ আসামির ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন

সিলেটের বিশ্বনাথের স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় আদালত আট আসামিকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে...