৫৫ বছর বয়সী দেলোয়ার হোসেনের স্বপ্ন ছিল লাল শাড়িতে সাজিয়ে মেয়েকে সুপাত্রের হাতে তুলে দেবেন। সেই স্বপ্ন নিয়েই ভাগনেকে সঙ্গে করে পাত্রপক্ষের বাড়ি দেখতে ছুটে গিয়েছিলেন।
এদিকে ঘরে অপেক্ষায় ছিলেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী। আশায় ছিলেন তার স্বামী সুখবর নিয়ে ঘরে ফিরবেন । কিন্তু পূরণ হয়নি কোনো আশাই। পথেই থেমে গেল দেলোয়ারের জীবন। পাত্রপক্ষ দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন দেলোয়ার। ফরিদগঞ্জ-চাঁদপুর আঞ্চলিক সড়কের কালিরবাজার চৌরাস্তা এলাকায় বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের গাইনের বাড়ির আব্দুল লতিফের ছেলে। নিহতের ভাগনে সোহেল বলেন, মামাকে নিয়ে মোটরসাইকেলে নয়ারহাট এলাকায় গিয়েছিলাম, তার বড় মেয়ে লামিয়ার জন্য পাত্র দেখতে ।
ফেরার পথে ফরিদগঞ্জ লাইফ জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে একটি বালুর ট্রাক চাপা দেয় মোটরসাইকেলটিকে। এতে ঘটনাস্থলেই মারা যান মামা। নিহতের পরিবারের সদস্যরা জানায়, একসময় সৌদি আরবে কাজ করতেন দেলোয়ার হোসেন। প্রায় চার বছর আগে দেশে ফিরে কৃষিকাজে যুক্ত হন তিনি । তার দুই মেয়ে। বর্তমানে দেলোয়ার হোসেনের স্ত্রী অন্তঃসত্ত্বা।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, ময়নাতদন্ত ছাড়াই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Leave a comment