সাবেক সেনা কর্মকর্তা মেজর শরিফুল হক ডালিম সম্প্রতি একটি সাক্ষাৎকারে দাবি করেছেন যে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ নয়, বরং ৩ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। রোববার (৫ জানুয়ারি) প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলের বিশেষ লাইভ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
লাইভটি রাত ৯টায় সম্প্রচারিত হয়, যেখানে মেজর ডালিম তার জীবন ও সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেন। এ সাক্ষাৎকারটি ৫ পর্বে ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। আজ প্রকাশিত হয়েছে দ্বিতীয় পর্ব।
৩০ লক্ষ থেকে ৩ লক্ষে পরিবর্তনের ব্যাখ্যা:
ইলিয়াস হোসেনের প্রশ্নের জবাবে মেজর ডালিম দাবি করেন, শেখ মুজিবুর রহমান প্রথমে ৩ লক্ষ মানুষের শহীদ হওয়ার তথ্য পেয়েছিলেন। তিনি বলেন, “সিরাজ ভাই ও রেজাউল করিম সাহেব মুজিবকে জানিয়েছিলেন যে, যুদ্ধের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তিন লক্ষ।” তবে পরে আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ মুজিব ৩ লক্ষকে ৩০ লক্ষ হিসেবে উল্লেখ করেন, এবং সেটাই প্রচলিত ধারণা হয়ে যায়।
ডালিম আরও যোগ করেন, “তিন লক্ষ থেকে তিন মিলিয়ন বানিয়ে রেকর্ড তৈরি করা হয়েছে, যা এখনো বহাল রয়েছে।”
মেজর ডালিমের এই মন্তব্য মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট ও শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক নতুন করে উসকে দিয়েছে।
Leave a comment