Home জাতীয় মুক্তিযুদ্ধের বাংলাদেশ পুনরুদ্ধারের আহ্বান জানালো জাসদ
জাতীয়

মুক্তিযুদ্ধের বাংলাদেশ পুনরুদ্ধারের আহ্বান জানালো জাসদ

Share
Share

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বলেছে, মুক্তিযুদ্ধবিরোধী পাকিস্তানপন্থীরা রাষ্ট্রক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। তারা স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতিচিহ্ন মুছে ফেলছে। এমনকি মুক্তিযুদ্ধে মীমাংসিত বিষয়গুলোকে বিতর্কিত ও অস্বীকার করা হচ্ছে।
বুধবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জাসদের নেতারা। পরবর্তী সময়ে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
জাসদ কেন্দ্রীয় কমিটি, জাতীয় শ্রমিক জোট, জাতীয় যুব জোট ও ছাত্রলীগের নেতারা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় নির্যাতিত নারী, পুরুষ ও শিশুসহ শহীদদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাসদের নেতারা বলেন, স্বাধীন বাংলাদেশকে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে পরিচালিত করা গেলে দেশ আরও বেশি উন্নতি ও সমৃদ্ধি অর্জন করতে পারত। সাধারণ মানুষের জীবনমান বহুগুণ উন্নত হতো। কিন্তু বর্তমান বাস্তবতা ভিন্ন। তারা অভিযোগ করেন, ৫৪ বছরের মাথায় মুক্তিযুদ্ধবিরোধী শক্তি রাষ্ট্রক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে।
এই পরিস্থিতি থেকে উত্তরণে মুক্তিযুদ্ধের বাংলাদেশ পুনরুদ্ধার ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনার জন্য সব দেশপ্রেমিক রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতি আহ্বান জানান জাসদের নেতারা।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে জাসদের সহসভাপতি শফি উদ্দিন মোল্লা, জনসংযোগ সম্পাদক শরিফুল কবির, সহসম্পাদক আলী হাসান, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক কনক বর্মণ, ঢাকা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, জাতীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দেশের ২০ জেলায় অনুষ্ঠিত হলো, ঈদের জামাত

  বাংলাদেশের বিভিন্ন জেলায় সৌদির সঙ্গে মিল রেখে আজ ঈদ উদযাপন করছেন। এ পর্যন্ত দেশের ১৯ জেলায় ঈদ উদযাপনের খবর পাওয়া গেছে। সৌদি আরবসহ...

‘ব্যক্তিগতভাবে’ যুক্তরাষ্টের পুরষ্কার প্রত্যাখান উমামা ফাতেমা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ঘোষিত পুরস্কার ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন । শনিবার (২৯ মার্চ) পুরস্কারটি ঘোষণা...

Related Articles

কারাবন্দীদের জন্য ঈদে কী কী খাবার থাকছে

আর দশটা দিনের মতো ঈদের দিনটা নয়। আনন্দের এ দিন কারাগারগুলোও কাটে...

ফরিদপুরে ঈদের জামাত অনুষ্ঠিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হচ্ছে মুসলিম...

দেশের কল্যাণ ও শহীদের মাগফিরাত কামনা করে খুলনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে

খুলনায় সার্কিট হাউজ ময়দানে আনন্দঘন পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতরের...

দেশের কল্যাণ ও শহীদের মাগফিরাত কামনা করে খুলনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে

খুলনায় সার্কিট হাউজ ময়দানে আনন্দঘন পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতরের...