রাজধানীর পল্লবীর ১১ নম্বর সেকশন এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে নিহত হয়েছেন মো. রিফাত (২২) নামে এক শিক্ষার্থী বন্ধু। মিরপুর ১১ নম্বর এলাকায় রোববার (২২ জুন) এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে রাত ১২টার দিকে মৃত্যু হয় তার ।
নিহত সিফাতের বাবা মো. শাহিন জানান, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামে তাদের বাড়ি । বর্তমানে মিরপুর ১১ নম্বর সেকশন বেনারসি পল্লী এলাকায় থাকেন। ঐ এলাকার ইউনিক গ্রামার স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে সিফাত।
তিনি জানান, রাতে মিরপুর ১১ বেনারসি পল্লী এলাকায় বন্ধু আসিফের সঙ্গে কোন এক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সিফাতের পেটের বাম পাশে আঘাত করে আসিফ। পরে অন্য বন্ধুরা স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যায় সিফাতকে । সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যায় সে ।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতাল মর্গে রাখা হয়েছে নিহত রিফাতের মরদেহ। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।
Leave a comment