রাজধানীতে সভা-সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে বাম গণতান্ত্রিক জোট। তাঁরা একে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের অপচেষ্টা আখ্যা দিয়ে অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, সরকার সচিবালয় থেকে মিন্টো রোড পর্যন্ত এবং প্রেসক্লাব, শাহবাগসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্তের মাধ্যমে সরকার জনগণের কণ্ঠরোধের চেষ্টা করছে। ইতিহাস সাক্ষী, কোনো স্বৈরশাসকই এভাবে জনরোষ থেকে রক্ষা পায়নি।
জোটের নেতারা আরও বলেন, সরকার ধর্ষক, অর্থ পাচারকারী, বাজার সিন্ডিকেট ব্যবসায়ী ও সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। অথচ যারা অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করছে, তাদের কণ্ঠরোধ করতেই সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাঁরা মনে করেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা জনগণের গণতান্ত্রিক অধিকার সম্প্রসারিত করার কথা বলে, কিন্তু সরকার উল্টো সেই অধিকার সংকুচিত করছে।
বিবৃতিতে বলা হয়, জনগণের গণতান্ত্রিক অধিকার খর্বকারী এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী এই বিবৃতিতে স্বাক্ষর করেন।
Leave a comment