জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাইজাল বরুন্ডি এলাকা থেকে চারটি গাঁজার গাছসহ গ্রেফতার করেছে মো. ফয়সাল মিয়া নামের এক যুবককে । ফয়সাল তার নিজ বাড়ির টয়লেটের ছাদে গোপনে গাঁজার চারটি গাছ রোপণ করেছিলেন। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন রোববার (২২ জুন) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আবুল হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ফয়সালকে গাঁজার গাছসহ গ্রেফতার করে। উদ্ধার হওয়া গাছগুলোর বাজারমূল্য আনুমানিক ২০ হাজার টাকা বলে জানা গেছে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ফয়সালকে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গাঁজার গাছসহ গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাটুরিয়া থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
Leave a comment