ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে চীন। বেইজিং এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছে এবং ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, জোরপূর্বক একটি সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়া আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালা ও জাতিসংঘ সনদের চেতনার পরিপন্থী।
বিবৃতিতে বলা হয়, এই ধরনের পদক্ষেপ বৈশ্বিক শাসনব্যবস্থা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি সরাসরি হুমকি সৃষ্টি করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে জোরপূর্বক আটক করার ঘটনায় চীন গভীর উদ্বেগ প্রকাশ করছে। যুক্তরাষ্ট্রের এই আচরণ আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার স্বীকৃত নীতিগুলোর স্পষ্ট লঙ্ঘন।”
বেইজিং যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, মাদুরো দম্পতির ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দ্রুত ও নিঃশর্তভাবে তাদের মুক্তি দিতে হবে। একই সঙ্গে ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের উদ্দেশ্যে যেকোনো ধরনের সামরিক বা রাজনৈতিক হস্তক্ষেপ থেকে ওয়াশিংটনকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
চীনের বিবৃতিতে আরও বলা হয়, সংকট সমাধানের একমাত্র পথ হলো সংলাপ ও কূটনৈতিক আলোচনা। বলপ্রয়োগ বা চাপ প্রয়োগের মাধ্যমে কোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি তৈরি করে।
চীন সতর্ক করে বলেছে, এ ধরনের পদক্ষেপ লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে নতুন করে অস্থিরতা ছড়িয়ে দিতে পারে। অঞ্চলটিতে ইতোমধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বিদ্যমান, সেখানে বহিরাগত শক্তির সরাসরি হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।
বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলা ইস্যুতে চীনের এই কঠোর প্রতিক্রিয়া শুধু একটি কূটনৈতিক বিবৃতি নয়; বরং এটি ওয়াশিংটনের প্রতি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। চীন দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার অন্যতম প্রধান কৌশলগত মিত্র হিসেবে পরিচিত। দেশটির জ্বালানি খাত, অবকাঠামো উন্নয়ন এবং আর্থিক সহায়তায় বেইজিংয়ের বড় ধরনের বিনিয়োগ রয়েছে।
Leave a comment