মাদারীপুরের শিবচর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার স্থানীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী। তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জরিরুল ইসলাম জানান, মুখোমুখি সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত ফরিদপুরের ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।
তিনি বলেন, “আমাদের পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সড়কটি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।” ঘটনার পর স্থানীয়রা হতাহতদের সহায়তায় এগিয়ে আসেন। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি বা নিয়ন্ত্রণ হারানোর কারণে এ সংঘর্ষ ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্ত ও তাদের স্বজনদের খবর দিতে কাজ করছে পুলিশ। দুর্ঘটনার বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment