মাদারীপুর সদর উপজেলায় ইজিবাইকে ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়েছে আয়শা আক্তার নামে এক শিক্ষার্থীর।
মাদারীপুর পৌর ভবনের সামনে শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়শা উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর-টেকেরহাট এলাকার জামাল শিকদারের মেয়ে। তিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি পাস কোর্সের শেষ বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও নিহত শিক্ষার্থীর স্বজনরা জানান, বিকেলে মামাতো বোনকে সঙ্গে নিয়ে আয়শা আক্তার কেনাকাটা করতে নিজ বাড়ি থেকে ইজিবাইকে শহরের পুরান বাজার আসছিলেন। মাঝপথে ইজিবাইকে উঠেন সিহাব মাদবর ও মামুন খান নামের দুজন। মাদারীপুর পৌরসভা কার্যালয়ের সামনে এলে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় আয়শার। তার মরদেহ মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ জানায়, খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায় । এ ঘটনায় সিহাব ও মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় । পরে নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালের মর্গে ।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. আদিল হোসেন বলেন, ওই শিক্ষার্থীর গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ইজিবাইকের দুই যাত্রীকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Leave a comment