নাটোর জেলা প্রশাসকের ডাকবাংলোর পাশের একটি পুকুর থেকে চারটি নতুন শটগানসহ মোট ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে ডুবুরির সহায়তায় এসব অস্ত্র উদ্ধার করা হয়, যা অবৈধ বলে ধারণা করছে পুলিশ।
নাটোর সদর থানার সূত্রে জানা গেছে, শহরের কান্দিভিটুয়া এলাকায় জেলা প্রশাসকের ডাকবাংলো, পুরাতন কারাগার, সদর থানা ও সদর হাসপাতালের মাঝখানে অবস্থিত তালাবঘাট পুকুরে দুই যুবক বড়শি দিয়ে মাছ ধরছিলেন।
হঠাৎ একজনের বড়শি পানির নিচে আটকে যায়। বড়শি ছাড়াতে পানিতে নেমে তিনি একটি কম্বলে মোড়ানো আগ্নেয়াস্ত্র দেখতে পান। পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে তল্লাশি চালায় এবং ডুবুরির সাহায্যে পুকুর থেকে আরও চারটি নতুন শটগান উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানিয়েছেন, উদ্ধার হওয়া অস্ত্রগুলো পরীক্ষা করে অবৈধ বলে নিশ্চিত হওয়া গেছে।
তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবর্তিত পরিস্থিতির কারণে সন্ত্রাসীরা অস্ত্রগুলো পুকুরে ফেলে রেখে পালিয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”
পুলিশ অস্ত্রগুলো জব্দ করে সদর থানার হেফাজতে রেখেছে। তদন্তের মাধ্যমে অস্ত্রগুলোর উৎস ও কারা এসব লুকিয়ে রেখেছিল তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
Leave a comment