মাগুরায় ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ ওঠা ৮ বছর বয়সী শিশুটি মারা গেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে। তবে পরিবার ও পুলিশ নিশ্চিত করেছে, শিশুটি জীবিত রয়েছে, তবে এখনও তার জ্ঞান ফেরেনি।
শিশুটির স্বজনরা জানান, বেড়ানোর জন্য শ্রীপুর উপজেলার বোনের বাড়িতে গিয়েছিল সে। সেখানে ধর্ষণের শিকার হয় বলে পরিবারের দাবি। গতকাল বৃহস্পতিবার দুপুরে অচেতন অবস্থায় শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) ভর্তি করা হয়।
মাগুরা হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং জরায়ুতে রক্তক্ষরণ হয়েছে।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। শিশুটির স্বজনরা ঢাকায় থাকায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। তিনি বলেন, শিশুটির দুলাভাই ও বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে আজ শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। বড় বড় ফেসবুক পেজ ও গ্রুপ থেকেও এমন গুজব ছড়ানো হচ্ছে বলে জানা গেছে।
ওসি আইয়ুব আলী বলেন, “শিশুটি এখনও বেঁচে আছে, তবে জ্ঞান ফেরেনি। মৃত্যুর খবর সম্পূর্ণ গুজব। আমরা নিয়মিত খোঁজখবর নিচ্ছি।”
Leave a comment