মাগুরায় সদর উপজেলার টিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মা ও শিশু কন্যার। মৃতরা হলো, সেতু খাতুন (৩৫) ও তার ৮ মাস বয়সী শিশু কন্যা আনিসা। সেতু ঐ এলাকার আওয়াল হোসেন স্ত্রী।
নিজ বাড়িতে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে আজ সকালে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সেতুর কোলে ছিল শিশু আনিসা।
পরিবারের সদস্যরা জানায়, রাইস কুকারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় এক সঙ্গে মা ও মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে, জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুম জানান, তাদের শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে তাদের ।
জেলা সদর থানার এসআই ওহিদুল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালের অস্থায়ী মর্গে মরদেহ দুটি রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment