মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও তিন জনের অবস্থা আশঙ্কাজনক। যাদের একজন লাইফ সাপোর্টে রয়েছে ।
সোমবার (২৮ জুলাই) বেলা ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন এসব তথ্য জানান।
বার্ন ইনস্টিটিউটে বর্তমানে ৩৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের ২৭ জন শিশু। ডা. নাসির উদ্দিন জানান, চিকিৎসাধীন ৩৩ জনের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৩ জন, হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) ৯ জন, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ২ জন ও কেবিনে আছেন ১৯ জন।
আশঙ্কাজনক তিনজনের একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সোমবার আরও তিনজনকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বৈরী আবহাওয়া ও আরেকটি ড্রেসিংয়ের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় ছাড়পত্র দেওয়া হয়নি। চলতি সপ্তাহে শারীরিক অবস্থার ওপর নির্ভর বলে বেশ কয়েকজনকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান ।
যে চিকিৎসকদের সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আনা হয়েছিল, তাদের অনেকেই চলে গেছেন। যারা আছেন তারাও শিগগিরই চলে যাবেন বলে অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন জানান।
স্বাস্থ্য মন্ত্রণালয় বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বর্তমানে রাজধানীর তিনটি হাসপাতালে চিকিৎসাধী রয়েছে ৪৫ জন। এর মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৩৩, সম্মিলিত সামরিক হাসপাতাল (ঢাকা) ১১, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রয়েছে ১ জন।
Leave a comment