Home আঞ্চলিক ‘মরুর জাহাজের’ দেখা মিলেছে চট্টগ্রামের হাটে
আঞ্চলিকইসলামচট্টগ্রামজাতীয়ধর্ম ও জীবন

‘মরুর জাহাজের’ দেখা মিলেছে চট্টগ্রামের হাটে

Share
Share

এবার চট্টগ্রাম দক্ষিণ জেলার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট ‘মইজ্জ্যারটেক বাজারে’ প্রথমবারের মতো মরুর জাহাজ’খ্যাত উটের দেখা মিলল । ঈদুল আজহাকে ঘিরে তিনটি বিশাল আকৃতির উট হাটে উঠেছে, যার প্রত্যেকটির দাম হাঁকা হয়েছে ২৫ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত।

স্থানীয়রা জানিয়েছেন, উট কেনার চেয়ে দেখার আগ্রহই বেশি। অনেকেই দূর-দূরান্ত থেকে শুধুমাত্র উট দেখতে এসেছেন । হাট সংশ্লিষ্টদের ভাষ্য, উট শুধু একটি প্রাণী নয়, বরং এটি একটি ধর্মীয় আবেগ ও ঐতিহ্যের প্রতীক। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতি বিজড়িত উট নিয়ে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে রয়েছে এক বিশেষ অনুভূতি।

একাধিক বিক্রেতার দাবি, ভারতের রাজস্থান থেকে আনা হয়েছে উটগুলো । সরকারি নিষেধাজ্ঞার কারণে সরাসরি বিদেশ থেকে আমদানি করা সম্ভব হয়নি। ফলে সীমান্তবর্তী যশোরের বেনাপোল হয়ে ঢুকেছে এসব উট ।

উটবিক্রেতা মন্টু হোসেন জানান, এবার তিনটি উট এনেছি মইজ্জ্যারটেক গরুর বাজারে । সঙ্গে ২৬টি বড় গরু ও ৬টি মহিষ আছে। উটগুলোর দাম ৩৫ লাখ টাকা । রাজস্থান নয়, এগুলো যশোরের বেনাপোল থেকে এনেছি। তবে ক্রেতার চেয়ে দর্শণার্থী বেশি।

জসিম উদ্দিন জুয়েল (বাজারের ইজারাদার ) বলেন, এবার মইজ্জ্যারটেক পশুর হাটে প্রথমবারের মতো তিনটি উট উঠেছে। যশোর থেকে আনা এসব উটের দাম ২৫-৩৫ লাখ টাকার মধ্যে ধরা হয়েছে। এদিকে পশুর হাটে আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর রয়েছে প্রশাসন।

মুহাম্মদ শরীফ ( কর্ণফুলী থানার ওসি) জানিয়েছেন, কোথাও ইজারা ছাড়া গরুর হাট বসাতে দেওয়া হবে না। এরই মধ্যে নগরের কয়েকটি অস্থায়ী হাট উচ্ছেদ করা হয়েছে। হাটে ক্রেতা-বিক্রেতাদের লেনদেনে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।
তথ্যসূত্র: সময়ের আলো

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতলেন ৩ জন

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিনজন। তারা হলেন- জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। সোমবার (১৩ অক্টোবর)  বিকেল ৩টা ৪৫ মিনিটের...

ঝিনাইদহে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আউশিয়া গ্রামে রোববার (১২ অক্টোবর) রাতে বিষধর সাপের কামড়ে হৃদয় হোসেন নামের এক কলেজছাত্র মারা গেছেন। মৃত হৃদয় হোসেন ওই...

Related Articles

মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেয়া সেই দুই ছাত্রী পাস

টাঙ্গাইলের সখীপুরে মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেয়া সেই দুই ছাত্রী...

ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত গ্রেফতার

আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনকে গ্রেফতার...

পরিবারকে পাশে নিয়ে ঘটনার বর্ণনা দিলেন কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে নিয়ে শুরু হওয়া তুমুল আলোচনা-সমালোচনার...

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে মাহী বি চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ২০ কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে বিকল্পধারা...