বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। লন্ডনে পৌঁছে তিনি প্রথমে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে থাকবেন।
রবিবার রাতে গুলশানের বাসভবন “ফিরোজা”-য় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন খালেদা জিয়া। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, “দেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। আমরা দোয়া করছি, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।”
লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে উন্নত চিকিৎসার পরিকল্পনা
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ এবং কিডনির জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। লন্ডনে কয়েকদিন ছেলের সঙ্গে থাকার পর তিনি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালের মাল্টি ডিসিপ্ল্যানারি কেয়ার ইউনিটে যাবেন।
হাসপাতালটির বিশেষজ্ঞ টিম ইতোমধ্যেই তার প্রয়োজনীয় চিকিৎসার কাগজপত্র ও রিপোর্ট পর্যালোচনা করেছেন। গত অক্টোবর মাসে এই টিম ঢাকায় এসে তার লিভার ও রক্তক্ষরণ প্রতিরোধে টিআইপিস-টিপস পদ্ধতিতে চিকিৎসা প্রদান করেছিল। এবার তার লিভার ট্রান্সপ্লান্ট কার্যক্রম পরিচালনা করবেন তারা।
রাজকীয় বিশেষ বিমান
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানার পর তার জন্য রাজকীয় বিশেষ বিমান দিয়েছেন। এই বিমানটিতে সর্বাধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে।
দলের নির্দেশনা ও প্রত্যাশা
বিএনপি মহাসচিব জানান, যাত্রার আগে খালেদা জিয়া দলের নেতাদের নির্দেশনা দিয়েছেন একসঙ্গে কাজ করতে, জনগণের পক্ষে কাজ করতে এবং গণতন্ত্র রক্ষার সংগ্রামে অবিচল থাকতে।
দলের অন্যান্য নেতৃবৃন্দও আশা প্রকাশ করেছেন, তিনি চিকিৎসা শেষে দ্রুত দেশে ফিরে আসবেন এবং দলের নেতৃত্বে আবার সক্রিয় ভূমিকা পালন করবেন।
Leave a comment