Home জাতীয় অপরাধ ভোলায় চাঁদাবাজির অভিযোগে যুবককে গণপিটুনি, ছুরিকাঘাতে দুই চোখে আঘাত
অপরাধজাতীয়

ভোলায় চাঁদাবাজির অভিযোগে যুবককে গণপিটুনি, ছুরিকাঘাতে দুই চোখে আঘাত

Share
Share

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মো. হাসান (২৩) নামে এক তরুণকে নির্মমভাবে মারধর করেছে এলাকাবাসী। পিটুনির একপর্যায়ে তাঁর হাত–পা ভেঙে দেওয়া হয় এবং ছুরি দিয়ে দুই চোখে আঘাত করা হয়। ধারণা করা হয়েছিল তিনি মারা গেছেন, তাই তাঁকে সড়কের পাশে ফেলে চলে যান স্থানীয়রা।
ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের ঝিটকা বাজারে। পরে গ্রাম পুলিশের সহায়তায় হাসানকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে ভোলা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
হাসান দেউলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রতন মাঝির ছেলে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিরুপম সরকার বলেন, হাসানের চোখ “তুলে নেওয়া হয়নি”, তবে ছুরি দিয়ে গুরুতরভাবে আঘাত করা হয়েছে। তাঁর হাত–পায়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশ, চৌকিদার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হাসান দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তাঁর তৎপরতা আরও বেড়ে যায়। প্রায়ই তিনি অটোরিকশা থামিয়ে চাঁদা আদায় করতেন। গতকালও ঝিটকা বাজারের এক দোকানি থেকে চাঁদা তুলতে গেলে প্রতিবাদ করায় আরেক তরুণকে ছুরিকাঘাত করেন তিনি। এরপর ক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে ধরে গণপিটুনি দেয়।
হাসানের বাবা রতন মাঝি দাবি করেন, দুই দিন আগে এলাকার রুবেলের সঙ্গে হাসানের মারামারি হয়েছিল। সেই ঘটনার জেরে গতরাতে পরিকল্পিতভাবে হাসানকে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে চোখে ছুরি দিয়ে আঘাত করা হয়। তাঁর ছেলে নিরপরাধ, পূর্বশত্রুতার জেরে এই হামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, হাসান এলাকায় একজন চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে। এলাকাবাসীর হাতে গণপিটুনির পর পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দুই লাখ টাকায় খুনি ভাড়া করেন জা, হত্যাকাণ্ডে ৪ জন অংশ নেন

কুমিল্লার বুড়িচংয়ে জমি নিয়ে বিরোধের জেরে ফেরদৌসী বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে দুই লাখ টাকা চুক্তিতে খুন করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত...

গাইবান্ধায় অস্ত্র-মাদকসহ আটক হয়েছে ৪ জন

সেনাবাহিনী গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও ল্যাপটপসহ আটক করেছে ৪ জন শীর্ষ সন্ত্রাসীকে।  গোবিন্দগঞ্জ শহরের হীরকপাড়া এলাকায় শুক্রবার রাত ৯টা...

Related Articles

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে দুই নারীসহ নিহত হয়েছে ৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ...

নারায়নগঞ্জে রিকশা চালক তুহিন হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভী

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে রিকশা চালক তুহিন হত্যা মামলায় আদালত সাবেক...

লালমনিরহাটে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাট শহরের হাড়ীভাঙায় দরগার পাড় প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে উদ্ধার করা...

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১, আহত ১৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আজগর আলী (২৫) নামের এক বাস...