Home জাতীয় অপরাধ ভুলক্রমে অন্য রেলস্টেশনে নেমে ‘ধর্ষণের শিকার’ কিশোরী, গ্রেপ্তার যুবক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ভুলক্রমে অন্য রেলস্টেশনে নেমে ‘ধর্ষণের শিকার’ কিশোরী, গ্রেপ্তার যুবক

Share
Share

মায়ের সঙ্গে এক কিশোরী (১৭) সিলেট থেকে ট্রেনে মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বাড়িতে ফিরছিল । সিলেট থেকে ভানুগাছ স্টেশন পর্যন্ত তারা আসনবিহীন টিকিট কাটে । ট্রেনের বগিতে ভিড় থাকায় ভুল করে কুলাউড়া জংশন স্টেশনে নেমে পড়ে কিশোরী। কিন্তু মাকে খুঁজে না পেয়ে সন্দেহ হয় তার । তবে তার মধ্যেই ট্রেন ছেড়ে দেয়।

বাড়িতে ফিরতে পরবর্তী ট্রেনের জন্য সেই কিশোরী অপেক্ষা করছিল। তখন আক্তার আলী (২৮) নামের এক গাড়িচালকের সঙ্গে তার পরিচয় হয়। ওই ব্যক্তি বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এমনকি কিশোরীকে জিম্মি করে তার স্বজনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন তিনি।

এ ঘটনায় মঙ্গলবার কিশোরীর পরিবারের পক্ষ থেকে কুলাউড়া রেলওয়ে থানায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। পরে পুলিশ আক্তার আলীকে গ্রেপ্তার করে।

আক্তারের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কায়স্থ গ্রামে। পেশায় তিনি প্রাইভেটকার চালক। কুলাউড়া রেলস্টেশন থেকে প্রতিদিন সিলেটে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।

মামলার সংক্ষিপ্ত এজাহার ও কিশোরীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিশোরীর পরিবার হতদরিদ্র। গত ৩০ জুন, সিলেটের হাসপাতালে চিকিৎসাধীন এক স্বজনকে দেখে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল সে। ট্রেনে ভিড়ের মধ্যে মাকে হারিয়ে ফেলে। ভুলে কুলাউড়া রেলস্টেশনে নামার পর গাড়িচালক আক্তার আলী তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলেন।

এতে কিশোরী রাজি হয়ে গাড়িতে ওঠেন। আক্তার তাঁকে সিলেটের একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে সেনা সদস্য পরিচয় দিয়ে বিয়ের প্রলোভন দেখান এবং একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন তাকে।

এজাহারে বলা হয়, নিখোঁজের সময় কিশোরীর কাছে একটি মুঠোফোন ছিল। সিলেটে যাওয়ার পর তার মুঠোফোনটি কেড়ে নেন আক্তার । ওই মুঠোফোনে থাকা কিশোরীর এক আত্মীয়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ইমোতে কথা বলেন তিনি। তখন তিনি নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে জানান, কিশোরী তাঁর হেফাজতে আছে। তাকে ফেরত পেতে বিকাশে ২০ হাজার টাকা পাঠাতে বলেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সোমবার রাতে নগরের কদমতলী এলাকা থেকে কিশোরীকে উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয় আক্তার আলীকে।

মঙ্গলবার বিকেলে কুলাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দিপক দেওয়ান গণমাধ্যমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন আক্তার আলী। মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়েছে তাঁকে। আর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য মৌলভীবাজারের একটি হাসপাতালে পাঠানো হয়েছে কিশোরীকে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাসপাতালে যাওয়ার পথে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল বাবা- ছেলের

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে চড়িয়া মধ্যপাড়া এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন বাবা ও ছেলে মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে নুর...

ভারতে ‘ডাইনি’ সন্দেহে এক পরিবারের ৫ জনকে পিটিয়ে হত্যা, মরদেহে দেয়া হলো আগুন

ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার একটি আদিবাসী গ্রামে ‘ডাইনি বিদ্যা চর্চা’র অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করা হয়েছে একই পরিবারের পাঁচজনকে। রোববার (৬ জুলাই)...

Related Articles

সুনামগঞ্জে প্রতিবন্ধী মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার সৎ বাবা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় প্রতিবন্ধী মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে পুলিশ সৎ বাবাকে গ্রেফতার করেছে।...

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৬২ বাংলাদেশি

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার নিরলস প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় লিবিয়ার...

ব্যবসায়িক অংশীদারকে হত্যা: ১৬ জুলাই ইয়েমেন ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করবে

ইয়েমেন , ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড আগামী ১৬ জুলাই কার্যকর করবে।...

সজল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর করেছে আদালত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত জুতা কারখানার শ্রমিক সজল হত্যা...