মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১-এ ইমিগ্রেশন চেক এড়ানোর চেষ্টা এবং ভুয়া হোটেল বুকিং ব্যবহার করার অভিযোগে ৫১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম দি স্টার অনলাইন জানিয়েছে, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) বৃহস্পতিবার টার্মিনালের আগমন হলে এলোমেলোভাবে ৬৭ জন বিদেশি যাত্রীর পরীক্ষা চালায়। এতে ৫১ জনকে বিভিন্ন অনিয়ম ও অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
একেপিএস জানায়, পরীক্ষার সময় কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়, যাঁরা কর্তব্যরত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগও করেননি। কেউ কেউ ইমিগ্রেশন প্রক্রিয়া পাশ কাটানোর চেষ্টা করছিলেন, যা তাঁদের প্রকৃত প্রবেশের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি করে।
সংস্থাটি আরও জানায়, চেকিং চলাকালে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ অনুযায়ী শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাঁদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুসন্ধানে জানা গেছে, আটক ব্যক্তিদের অনেকেই ভুয়া কাগজপত্র ব্যবহার করেছিলেন, পর্যাপ্ত আর্থিক সংস্থান দেখাতে পারেননি এবং তাঁদের প্রবেশের কোনো গ্রহণযোগ্য কারণ ছিল না। এমনকি কয়েকজন স্বীকার করেছেন যে তাঁদের মূল উদ্দেশ্য মালয়েশিয়ায় চাকরি খোঁজা।
একেপিএস জানিয়েছে, ৫১ জন বাংলাদেশিকে দ্রুততম সময়ের মধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হবে। পাশাপাশি, মালয়েশিয়ার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার জন্য ইমিগ্রেশন চেকপয়েন্টে নিরাপত্তা আরও কঠোর করা হবে এবং নজরদারি অব্যাহত থাকবে।
Leave a comment