Home জাতীয় অপরাধ ভারতে ১৬ বছরের ছাত্রকে যৌন নির্যাতন, আটক শিক্ষিকা
অপরাধআইন-বিচারআন্তর্জাতিক

ভারতে ১৬ বছরের ছাত্রকে যৌন নির্যাতন, আটক শিক্ষিকা

Share
Share

৪০ বছর বয়সী এক শিক্ষিকার বিরুদ্ধে ১৬ বছর বয়সী এক ছাত্রকে এক বছর ধরে একাধিকবার যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ভারতের মুম্বাইয়ের এক স্বনামধন্য স্কুলে ঘটনাটি ঘটেছে। পুলিশ এই চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত ওই নারী বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। খবর এনডিটিভির।

বুধবার (২ জুলাই) পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস (পিওসিএসও) আইন, জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন) আইন ও ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত নারী ইংরেজি শিক্ষক। ছাত্রটি যখন একাদশ শ্রেণিতে পড়তো, তখন থেকেই তিনি পড়াতেন তাকে। ২০২৩ সালের ডিসেম্বরে স্কুলের বার্ষিক অনুষ্ঠানের জন্য একটি ডান্স গ্রুপ তৈরির মিটিং চলাকালীন ওই কিশোরের প্রতি আকৃষ্ট হন তিনি। ২০২৪ সালের জানুয়ারিতে ছাত্রটিকে যৌন ইঙ্গিতও দেন তিনি।

শুরুতে ছাত্রটি এই সম্পর্ক এড়িয়ে চলার চেষ্টা করলেও শিক্ষিকা তার এক নারী বন্ধুর (যিনি স্কুলের নন) সাহায্য নেন। ওই বন্ধু ছাত্রটিকে বোঝান, বয়স্ক নারী ও কিশোর ছেলেদের মধ্যে সম্পর্ক ‘খুবই সাধারণ’ হয়ে উঠেছে। এরপরই শিক্ষকের সঙ্গে দেখা করতে রাজি হয় ছাত্রটি।

পরবর্তীতে শিক্ষিকা একটি গাড়িতে করে ছেলেটিকে তুলে নেন এবং জোরপূর্বক যৌন নির্যাতন করেন। পুলিশ জানিয়েছে, যখন ছাত্রটি মানসিকভাবে উদ্বিগ্ন বোধ করতে শুরু করে। তখন শিক্ষিকা উদ্বেগ কমানোর ট্যাবলেট দিতেন তাকে।

আরেকজন পুলিশ কর্মকর্তা জানান, এই শিক্ষিকা ছাত্রটিকে প্রায়শই মদ্যপান করিয়ে দক্ষিণ মুম্বাই এবং বিমানবন্দরের কাছের পাঁচতারা হোটেলগুলোতে নিয়ে যেতেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ছাত্রটির পরিবার তার আচরণে পরিবর্তন লক্ষ্য করার পর জিজ্ঞাসাবাদ করলে সামনে আসে বিষয়টি। তবে পরিবার প্রথমে বিষয়টি গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছিল। তারা ভেবেছিল স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর শিক্ষিকা আর বিরক্ত করবেন না তাকে।

চলতি বছরের শুরুতে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাত্রটি স্কুল ছেড়ে দেয়। কিন্তু শিক্ষিকা আবারও তার সঙ্গে যোগাযোগ করেন। এরপরেই কিশোরের পরিবার পুলিশের দ্বারস্থ হয় এবং শিক্ষিকার বিরুদ্ধে মামলা দায়ের করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভোলায় পুকুরে ডুবে প্রাণহানি ঘটল দুই শিশুর  

ভোলায় পুকুরে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর। ভোলা সদর উপজেলার আলীনগর ও চরসামাইয়া ইউনিয়নে মঙ্গলবার (১ জুলাই) সকালে এসব ঘটনা ঘটে। মৃতরা হলো-...

ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছে বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের...

Related Articles

নিজ শিশুকন্যাকে হত্যা করেছে ভারতীয় চিকিৎসক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় ছুটি কাটাতে গিয়ে চার বছর বয়সী শিশুকন্যার মৃত্যুকে কেন্দ্র...

মুম্বাইয়ের ১,৫০০ মসজিদ থেকে মাইক সরিয়েছে পুলিশ

ভারতের মুম্বাই শহরে প্রায় ১,৫০০ মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় থেকে পুলিশ প্রশাসন...

জামালপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, আটক স্বামী

জামালপুরের বকশীগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে স্ত্রী লাভলী আক্তারের (৫০)। এ ঘটনায়...

উত্তর কোরিয়া আরও ৩০ হাজার সেনা পাঠাচ্ছে রাশিয়ায়

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে নতুন করে ২৫ থেকে ৩০ হাজার...