জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন যে, বাংলাদেশে ভারতপন্থী বা পাকিস্তানপন্থী কোনো রাজনীতি চলবে না। তিনি বলেন, বাংলাদেশকে আর কখনো বিভাজিত করা যাবে না এবং দেশের রাজনীতিকে নতুন দিকনির্দেশনা দিতে তার দল কাজ করবে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা সামনের কথা বলতে চাই, সম্ভাবনার কথা, স্বপ্নের কথা বলতে চাই। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই আমরা আজ এখানে এসেছি।”
তিনি আরও বলেন, “গত ১৫ বছর ধরে দেশে বিভাজনের রাজনীতির ষড়যন্ত্র চলেছে। কিন্তু জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই ষড়যন্ত্র ভেঙে দিয়েছি।”
এর আগে দলের সদস্য সচিব আখতার হোসেন বক্তৃতা দেন, যেখানে তিনি নতুন দলের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন শক্তির আবির্ভাব ঘটল, যা বিভাজন নয়, ঐক্যের রাজনীতির পক্ষে কাজ করবে বলে দাবি করেছে।
Leave a comment