মাত্র ১৩ মাসে, পবিত্র কোরআনের হাফেজ হয়ে বিস্ময়ের সৃষ্টি করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আট বছরের শিশু মাশেকুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ধীতপুর গ্রামে অবস্থিত হযরত শাহ জালাল (রহ.) ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন সুন্নিয়া মাদ্রাসায় পড়ে এ শিশু।
মাশেকুর ওই গ্রামের প্রবাসী দুলাল মিয়ার ছেলে। চার ভাই-বোনের মধ্যে দ্বিতীয় মাশেকুর । তার এমন সফলতায় খুশি পরিবারসহ এলাকাবাসী।
হাফেজ মাশেকুরের চাচা বিল্লাল মিয়া বলেন, আমার প্রবাসী ভাইয়ের ছেলে অল্প সময়ে পবিত্র কোরআন শরিফ মুখস্ত করেছে। আমরা পরিবারের পক্ষ থেকে আল্লাহ ও তার উস্তাদদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই। যেন সে বড় হয়ে ভালো আলেম হতে পারে।
হযরত শাহ জালাল (রহ.) ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা হাফেজ কারি কামাল উদ্দিন বলেন, মাশেকুর অনেক মেধাবী। সে হাফেজ হয়েছে। এতে আমরা অনেক খুশি।
ইতোমধ্যে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বিজয়নগর উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে স্বর্ণপদক লাভ করেছে, বলে তিনি জানান।
তথ্যসূত্র: সময়ের আলো
Leave a comment