Home খেলাধুলা বোল্টের চোখের সামনে বিশ্বের দ্রুততম মানব হলেন নতুন স্প্রিন্টার
খেলাধুলা

বোল্টের চোখের সামনে বিশ্বের দ্রুততম মানব হলেন নতুন স্প্রিন্টার

Share
Share

টোকিওতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন জ্যামাইকার অবলিক সেভিল। ২৪ বছর বয়সী এই স্প্রিন্টার মাত্র ৯.৭৭ সেকেন্ডে ফিনিশ লাইন অতিক্রম করে হয়েছেন বিশ্বের নতুন দ্রুততম মানব। রুপা জিতেছেন তাঁরই সতীর্থ কিশানে টম্পসন (৯.৮২ সেকেন্ড) এবং অলিম্পিক চ্যাম্পিয়ন মার্কিন দৌড়বিদ নোয়াহ লাইলস ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ।

২০১৬ রিও অলিম্পিকে উসাইন বোল্টের সোনা জয়ের পর এ প্রথমবার কোনো জামাইকান আবার বিশ্ব শিরোপা জিতলেন। আর সেই ঐতিহাসিক জয় দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন বোল্ট নিজেই। সেভিলের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করতে দাঁড়িয়ে পড়েন সর্বকালের দ্রুততম মানব, মিলে যায় তাঁর আগের ভবিষ্যদ্বাণীও। চ্যাম্পিয়নশিপ শুরুর আগে বোল্টই বলেছিলেন—১০০ মিটারে ‘ওয়ান-টু’ করবে জামাইকা।

শুরু থেকেই সেভিল ও টম্পসনের প্রতিদ্বন্দ্বিতা দারুণ উত্তেজনা ছড়ায়। লাইলস শুরু থেকেই পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত তৃতীয় স্থান নিয়ে খুশি ছিলেন। অন্যদিকে সেভিলের উচ্ছ্বাস ছিল উন্মুক্ত—গোল্ড জয়ের পরই তিনি ছিঁড়ে ফেলেন নিজের স্প্রিন্ট স্যুটের ওপরের অংশ।

প্রথমে ফলস স্টার্টে বাদ পড়েন বোতসোয়ানার লেতসিলে তেবোগো। তবে পরের দৌড়েই ইতিহাস রচনা করেন সেভিল। এক বছর আগেও যিনি প্যারিস অলিম্পিকে ১০০ মিটারে ছিলেন অষ্টম, এবার তিনি বোল্টের উত্তরসূরি হয়ে উঠলেন নতুন বিশ্বের দ্রুততম মানব।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস নতুন উত্তরসূরীর নাম ঘোষণা করেছেন

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিজের উত্তরসূরীর নাম ঘোষণা করেছেন। রোববার (২৬ অক্টোবর) তিনি লিখিতভাবে জানিয়েছেন, যদি তিনি কোনো কারণে পদে থাকতে না পারেন,...

এক-এগারো আর বাংলাদেশে আসবে না – মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, “এক-এগারো বাংলাদেশে আর আসবে না। আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে নিজেকেই ক্ষতিগ্রস্ত করেছে।”...

Related Articles

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ, দোয়া চাইলেন স্ত্রী

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি...

মিরপুরে শেষ ম্যাচ খেলতে চেয়েছিলাম– সাকিব আল হাসান

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল অলরাউন্ডার সাকিব আল হাসান জাতীয় দলে আর...

ইতিহাসের পঞ্চমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিল ঘানা

আফ্রিকার ফুটবল ইতিহাসে আবারও গর্বের অধ্যায় লিখল ঘানা। মোহাম্মদ কুদুসের দারুণ এক...

আর্জেন্টিনা দলে নতুন তিন চমক

বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হওয়ার পর এখন মূল লক্ষ্য ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে...